১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪০

যেসব স্থানে খাদ্য ও কাপড় বিতরণ করবেন বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাদ্য ও কাপড় বিতরণ করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।মঙ্গলবার (৩০ মে) দুপুর থেকে এ বিতরণ শুরু হবে। রাজধানীর ধানমণ্ডির সুগন্ধা কমিউনিটি সেন্টার তিনি প্রথম বিতরণ করেবন। এর আগে বেলা ১১টার দিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন বেগম খালেদা জিয়া। সেখানে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে মোনাজাত করে খাদ্য ও কাপড় বিতরণ করতে চলে যাবেন। ঢাকার ধানমণ্ডি, কলাবাগান, আজিমপুর, চকবাজার, নবাবপুর, বংশাল, সুত্রাপুর, দয়াগঞ্জ, শ্যামপুর, জুরাইন, কদমতলী, ধোলাইপাড়, কমলাপুর রেলস্টেশন, খিলগাঁও, শাহজাহানপুর, মতিঝিল, পল্টন, বিজয়নগর, ও হাতিরপুল এলাকায় গরিবদের মাঝে খাবার বিতরণ করার কথা রয়েছে। এলাকাগুলোর বিএনপির দায়িত্বশীল নেতাদের সঠিক সময়ে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

দৈনিক দেশজনতা/ এমএইচ

প্রকাশ :মে ৩০, ২০১৭ ১১:১৯ পূর্বাহ্ণ