আন্তর্জাতিক ডেস্ক:
বাগদাদের রামাদান এলাকায় শক্তিশালী বোমা বিস্ফোরণে ১০ জন নিহত ও ২২ জন আহত হয়েছেন। একটি আইসক্রিম দোকানের বাইরে দাঁড়িয়ে থাকা গাড়ির মধ্যে ঘটেছে বিস্ফোরণটি ঘটে। এদিকে, এ ঘটনায় দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দোকানটিতে অন্যান্য দিনের মতোই ভিড় ছিল। তখনই হঠাৎ করে বেমাটির বিস্ফোরণ ঘটে। এর পরপরই সেখানে পৌঁছেছে পুলিশ বাহিনী। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। এদিকে, ঘটনার পরে আশপাশের অঞ্চল সিল করে দেয়া হয়েছে। রেড অ্যালার্ট জারি করে জঙ্গিদের খোঁজ চলছে বলে জানা গেছে।
এছাড়া, আরো কোনো জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা তাও দেখা হচ্ছে বলে জানিয়েছে বাগদাদ পুলিশ।