১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:১৯

বিউটিকে ধর্ষণ ও হত্যার মামলার তদন্ত কর্মকর্তা প্রত্যাহার

হবিগঞ্জ প্রতিবেদক:

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে স্কুলছাত্রী বিউটি আক্তারকে (১৪) ধর্ষণ ও হত্যা মামলায় দায়িত্বে অবহেলার অভিযোগে তদন্ত কর্মকর্তা উপ পুলিশ পরিদর্শক (এসআই) জাকির হোসেনকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) আসম সামছুর রহমান ভূইয়া এই তথ্য নিশ্চিত করেছেন ।

এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান বলেন, ‘এসআই জাকির হোসেনকে হবিগঞ্জ পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।’

উল্লেখ্য, ১৭ মার্চ সকাল সাড়ে ১১টায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের পুরাইকলা বাজার সংলগ্ন হাওর থেকে স্কুলছাত্রী বিউটির মরদেহ উদ্ধার করা হয়। মরদেহে ধারালো অস্ত্রের আঘাত ছিল। পরে এ ঘটনায় ওই দিনই বিউটিকে হত্যা ও ধর্ষণের অভিযোগে তার বাবা সায়েদ আলী বাদি হয়ে বাবুল মিয়াসহ দুইজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে শায়েস্তাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

এর পরিপ্রেক্ষিতে ২১ মার্চ বাবুলের মা কলম চাঁন ও সন্দেহভাজন হিসেবে একই গ্রামের ইসমাইলকে আটক করে পুলিশ। এরপর ৩১ মার্চ সিলেট থেকে প্রধান আসামী বাবুলকে গ্রেফতার করে র্যা ব। পরে রোববার (১ এপ্রিল) আদালত তার বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :এপ্রিল ২, ২০১৮ ৭:২৫ অপরাহ্ণ