১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৩

ঘরোয়া ক্রিকেট খেলার অনুমতি চায় স্মিথ-ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক:

বল টেম্পারিং কেলেংকারিতে আন্তর্জাতিক ক্রিকেটসহ ঘরোয়া ক্রিকেটেও নিষিদ্ধ হয়েছেন স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। শাস্তি ঘোষণার খুব বেশি দিন হয়নি। এর মাঝে শাস্তি কমাতে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতি আবেদনে ছুটছেন দুই তারকা ক্রিকেটার। তাদের লক্ষ্য অন্তত ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি! শুধু ঘরেই নয় দেশের বাইরের লিগ খেলতেও অনুমতি চাইছে তারা।
অবশ্য এমন ভাবনার কারণও আছে। ১২ মাসের নিষেধাজ্ঞা যদি থাকেই তাহল দলে পুনরায় বিবেচিত হবেন কীভাবে? সেই ভাবনা থেকে প্রথম শ্রেণির ক্রিকেট খেলতে চায় স্মিথ-ওয়ার্নার ও ব্যানক্রফট। এই নিষেধাজ্ঞার কারণে আগামী বছরের শেফিল্ড শিল্ডেও খেলার অনুমতি পাচ্ছেন না দুজন। উল্টো দিকে ব্যানক্রফট কিন্তু এ বছর পর্যন্ত নিষেধাজ্ঞার খড়গে থাকছেন।
অস্ট্রেলিয়ান ক্রিকেটে এমন নজির ছিল আগেও। আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ থাকলেও ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি দিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। ১৯৮৫-৮৬ ও ১৯৮৬-১৯৮৭ বিদ্রোহী কিম হিউজের দলের সদ্যসরা একবছরের জন্যে নিষিদ্ধ হলেও ঘরোয়া ক্রিকেট খেলার অনুমতি পেয়েছিল। এর মাঝে বর্তমান প্রধান নির্বাচক ও লেগ স্পিনার ট্রেভর হনসও ফিরেছিলেন টেস্ট দলে। সেটা ছিল ১৯৮৮-৮৯ মৌসুমে।
অবশ্য ক্রিকেট অস্ট্রেলিয়া যেই নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে তা শুধুমাত্র অস্ট্রেলিয়ার ক্রিকেটেই কার্যকর। তাই দেশের বাইরে খেলতে নিষেধ করার এখতিয়ার ক্রিকেট অস্ট্রেলিয়ার নেই। এমনটি ক্রিকেট অস্ট্রেলিয়াও জানিয়েছে। তাই এ নিয়ে আরও জলঘোলা হবে তা বলার অপেক্ষা রাখে না।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ২, ২০১৮ ১:০৮ অপরাহ্ণ