নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তের ছোঁড়া এসিডে ঝলসে গেছে এক গৃহবধূর মুখ। তার নাম আকলিমা আক্তার (২৫)। সোমবার সকালে এ ঘটনা ঘটে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তার মুখ ও ঘাড়সহ শরীরের পাঁচ শতাংশ পুড়ে গেছে।
দগ্ধ আকলিমার স্বামী যুবায়ের হোসেন বলেন, সোমবার সকাল সাতটার সময়ে বালুর মাঠের কাছে শাহজাহান মার্কেটের ২০ থেকে ২৫ বছর বয়সী অজ্ঞাত পরিচয়ের এক যুবক প্ল্যাস্টিকের বোতল থেকে পানি জাতীয় কিছু তার দিকে ছুঁড়ে মেরে পালিয়ে যায়। প্রথমে কিছু টের না পেলেও কিছুক্ষণ পর তার মুখ জ্বলতে শুরু করে। তার চিৎকারে স্থানীয় লোকজন এসে তার পরিবারের সদস্যদের খবর দেয়। পরে তার স্বামী তাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করে। এ ঘটনায় সুমি নামের এক নারীর হাত থাকতে পারে বলে ধারণা যুবায়েরের। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলনেনি তিনি। দগ্ধ আকলিমা আক্তার তার স্বামীর সঙ্গে হাজারীবাগের বালুর মাঠের কাছে বৌবাজার এলাকায় বসবাস করতেন।
এ ব্যাপারে জানতে চাইলে হাজারীবাগ থানার উপপরিদর্শক মাসুদ তালুকদার বলেন, এ ঘটনা সম্পর্কে আমি কিছুই জানিনা। আমার কাছে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেননি।
দৈনিকদেশজনতা/ আই সি