১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১১

বৈশাখে তৌসিফ-মেহজাবিনের পরিচয়

বিনোদন ডেস্ক:

এ প্রজন্মের জনপ্রিয় তারকা তৌসিফ মাহবুব ও মেহজাবিন চৌধুরী। জুটি হিসেবে বেশ কিছু নাটকে দেখা গেছে তাদের। বৈশাখেও দেখা মিলবে ছোটপর্দায়। ইমরাউল রাফাতের রচনা ও নির্দেশনায় নির্মিতব্য নাটকটির নাম ‘পরিচয়’। চলতি সপ্তাহেই রোমান্টিকধর্মী নাটকটির শুটিংয়ে অংশ নেবেন তৌসিফ ও মেহজাবিন।

নাটকটির গল্প প্রসঙ্গে নির্মাতা ইমরাউল রাফাত জানান, বাস ভ্রমণে দুটি ছেলেমেয়ের পরিচয়। সেই সূত্রে গল্প বাঁক নেয় নানাদিকে। সেই কাহিনিই তুলে ধরা হবে ‘পরিচয়’-এ। দৃশ্যায়ন হবে রাজধানীর আশপাশের লোকেশনে। পয়লা বৈশাখে আরটিভিতে নাটকটি প্রচার হবে। এদিকে তৌসিফকে আরো কিছু নাটকে বৈশাখ উপলক্ষে দেখা গেলেও মেহজাবিনকে শুধু দেখা যাবে ‘পরিচয়’-এ।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ২, ২০১৮ ১২:২৬ অপরাহ্ণ