১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৬

ফিরছেন চিত্রাঙ্গদা

বিনোদন ডেস্ক:

পরপর অনেক সিনেমা করা সত্ত্বেও মাঝখানে বেশ কিছুদিন বলিউডে অনুপস্থিত ছিলেন চিত্রাঙ্গদা সিং। এবার বড়পর্দার পাশাপাশি টেলিভিশন জগতেও পা রাখলেন তিনি। আনন্দবাজার পত্রিকা জানায়, রিয়েলিটি শো ‘ডান্স ইন্ডিয়া ডান্স লিটল মাস্টার্স’-এর নতুন সিজনে বিচারকের ভূমিকায় দেখা যাবে তাকে।

এ অভিনেত্রী বলেছেন, ‘টিভি একটা বড় অংশের দর্শকের সঙ্গে সংযুক্ত। এর আগে কোনোদিনও টিভিতে কাজ করিনি। তাই সুযোগটা পেয়ে মনে হলো, এখন টিভিতে কাজ করাটা আমার পক্ষে ভালোই হবে। নাচ আমার প্রিয়। এর সঙ্গে বাচ্চারা তো আছেই!’

বাচ্চাদের রিয়েলিটি শো নিয়ে বহু বিতর্ক আছে। এ প্রসঙ্গে চিত্রাঙ্গদা বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে আমাদের সকলেরই বদলানো উচিত। আমাদের দেশে প্রতিযোগিতামূলক মনোভাব বরং তুলনায় কম। যদি ছোট বয়স থেকে প্রতিযোগিতা সম্পর্কে বাচ্চাদের সুন্দরভাবে বোঝানো যায়, তাহলে আমার মনে হয় না কোনো ক্ষতি হয়। আর এই ধরনের শো-এ বাচ্চারা প্রতিভা দেখাতে পারে।’

বড়পর্দায় চিত্রাঙ্গদার অনুপস্থিতির পেছনে অনেকে তার ব্যক্তিগত সমস্যার কথা বলেন। জ্যোতি রনধবার সঙ্গে বিচ্ছেদ, ছেলে জোরাওয়ারের কাস্টডি পাওয়ার লড়াই— অনেক বিপর্যয়ের সম্মুখীন হয়েছেন তিনি। এ নিয়ে বললেন, ‘এখন ছেলের সঙ্গে অনেকটা সময় কাটাই। তাই আমরা ভালো বন্ধু। আমার হয়তো আরো কাজ করা উচিত ছিল। কিন্তু ব্যক্তিগত জীবনকে বেশি সময় দিয়েছি। পেশাদার জীবনে ব্যস্ত থাকলে হয়তো সেটা করতে পারতাম না।’

প্রকাশ :এপ্রিল ২, ২০১৮ ১১:১৪ পূর্বাহ্ণ