আন্তর্জাতিক ডেস্ক:
একমাস বিরতির পর আবারো যৌথ সামরিক মহড়া শুরু করলো দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় রবিবার সকাল থেকেই এ মহড়া শুরু হয়। চলবে একমাস। মহড়ায় প্রায় ২৪ হাজার মার্কিন ও ৩ লাখ দক্ষিণ কোরিয় সেনা অংশ নিয়েছে। যৌথ মহড়াটি গত ফেব্রুয়ারি মাসে হওয়ার কথা থাকলেও শীতকালীন অলিম্পিক উপলক্ষে তা পিছিয়ে দেওয়া হয়েছিল।
প্রসঙ্গত, উত্তর কোরিয়া মহড়া শুরুর আগে এটাকে আগ্রাসন হিসেবে অভিহিত করলেও এখন পর্যন্ত দেশটির পক্ষ থেকে কোনো ধরণের প্রতিক্রিয়া দেখানো হয়নি। তবে জাপান এই মহড়াকে স্বাগত জানিয়ে বলেছে, এর ফলে পরমাণু কর্মসূচি বাদ দেওয়ার বিষয়ে উত্তর কোরিয়া আরও বেশি চাপ অনুভব করবে।
উল্লেখ্য, এবারের অলিম্পিক গেমসে উত্তর কোরিয়াও অংশ নিয়েছে এবং সে সময় থেকেই উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে ধীরে ধীরে সম্পর্ক উন্নয়ন হচ্ছে। তারই জের ধরে আগামী ২৭ এপ্রিল উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন বৈঠক করবেন বলে কথা রয়েছে।=
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

