আন্তর্জাতিক ডেস্ক:
গাজা সীমান্তে নির্বিচারে ফিলিস্তিনিদের হত্যার জন্য ইসরাইলকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। অবরুদ্ধ গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী হামাসের রাজনৈতিক শাখা ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেড রবিবার (০১ এপ্রিল) এক বিবৃতিতে এ হুঁশিয়ারি উচ্চারণ করে। বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনি শহীদদের রক্ত বৃথা যাবে না। প্রতিরোধ আন্দোলনের নেতৃবৃন্দ যখনই প্রতিশোধমূলক হামলা চালানোর সিদ্ধান্ত নেবেন তখনই কাসসাম ব্রিগেড ইহুদিবাদীদের বিরুদ্ধে হামলা চালাতে প্রস্তুত রয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।
এদিকে গত শুক্রবার গাজা সীমান্তে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের নির্বিচার গুলিতে নিহত ফিলিস্তিনিদের দাফন রবিবার সম্পন্ন হয়েছে। ইসরাইল সরকার কর্তৃক ফিলিস্তিনের ভূমি দখলের প্রতিবাদ করায় ১৯৭৬ সালের ৩০ মার্চ ছয় নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছিল ইসরাইলি দখলদার বাহিনী। এরপর থেকে দিনটিকে ‘ভূমি দিবস’ হিসেবে পালন করে সেখানকার মানুষ।
গত শুক্রবার (৩০ মার্চ) ৪২তম ভূমি দিবস পালন করতে রাজপথে নেমে আসে ফিলিস্তিনিরা। সেখানে নিরস্ত্র মানুষগুলোর ওপর নৃশংস হামলা চালায় ইসরাইলি বাহিনী। এতে অন্তত ১৬ জন ফিলিস্তিনি নিহত হন। আহত হন প্রায় দেড় হাজার।
দৈনিকদেশজনতা/ আই সি