১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৯

জয়ের স্বাদ পাচ্ছে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক:

বিদেশের মাটিতে টেস্ট জয়ের স্বাদ প্রায় ভুলতেই বসেছে ইংল্যান্ড। ২০১৬ সালে বাংলাদেশ সফরের পর গত দুই বছরের টানা ১২টি অ্যাওয়ে টেস্টে জয়ের মুখ দেখেনি ইংলিশরা। ক্রাইস্টচার্চে সেই খরা ঘুচতে পারে রুটদের। নিউজিল্যান্ড সফরের শেষ টেস্টের তৃতীয়দিনের খেলা শেষে মৃদু হলেও জয়ের সুবাস পাচ্ছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে ২৯ রানের লিড নেয়া অতিথিরা দ্বিতীয় ইনিংসের সাত উইকেট হাতে রেখেই ২৩১ রানে এগিয়ে গেছে। ইংল্যান্ডের লিড আজ ৪০০ ছাড়িয়ে গেলে ম্যাচ বাঁচানো ভীষণ কঠিন হয়ে যাবে নিউজিল্যান্ডের জন্য।

গতকাল রোববার ক্রাইস্টচার্চ টেস্টের তৃতীয়দিন জেমস ভিন্স ও মার্ক স্টোনম্যানের ফিফটি চালকের আসনে বসিয়ে দিয়েছে ইংল্যান্ডকে। দিন শেষ করেছে তারা তিন উইকেটে ২০২ রানে। অধিনায়ক জো রুট ৩০ ও ডেভিড মালান ১৯ রানে ব্যাট করছেন।

দুঃসময় দীর্ঘায়িত করে অ্যালিস্টার কুক মাত্র ১৪ রানে বিদায় নেয়ার পর দ্বিতীয় উইকেটে ১২৩ রানের জুটিতে দলকে শক্ত ভিতের ওপর দাঁড় করান ভিন্স ও স্টোনম্যান। এই জুটি ভাঙে টিম সাউদির বলে বিজে ওয়াটলিংয়ের দুর্দান্ত এক ক্যাচে। ৬০ রান করে স্টোনম্যান ফিরে যাওয়ার পর বেশিক্ষণ টিকতে পারেননি ভিন্স। টেন্ট্র বোল্টের দ্বিতীয় শিকারে পরিণত হওয়ার আগে ভিন্স করেন ৭৬ রান। এরপর মালানকে নিয়ে দিনের বাকিটা সময় নিরাপদেই কাটিয়ে দেন রুট।

এর আগে ছয় উইকেটে ১৯২ রান নিয়ে তৃতীয়দিন শুরু করা নিউজিল্যান্ডের প্রথম ইনিংস থামে ২৭৮ রানে। সেটি টেলএন্ডারদের দৃঢ়তায়। আগেরদিনই ফিফটি তুলে নেয়া ওয়াটলিং ৮৫ রান করে বিদায় নেন জেমস অ্যান্ডারসনের দারুণ এক ইয়র্কারে। পরের ওভারেই স্টুয়ার্ট ব্রডের পঞ্চম শিকার হয়ে ফেরেন ইশ সোধি। কিন্তু মারকাটারি ব্যাটিংয়ে সাউদি তুলে নেন নিজের চতুর্থ টেস্ট ফিফটি। ৪৮ বলে ঠিক ৫০ রানে থামেন তিনি। এরপর শেষ উইকেটে বোল্ট ও ওয়াগনারের ৩৯ রানের ঝড়ো জুটি। ৫৪ রানে ছয় উইকেট নিয়ে ইংল্যান্ডের সফলতম বোলার ব্রড। বাকি চার উইকেট গেছে অ্যান্ডারসনের ঝুলিতে। এএফপি।

প্রকাশ :এপ্রিল ২, ২০১৮ ১০:২২ পূর্বাহ্ণ