খিলগাঁওয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) চেকপোস্টে হামলাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৮ মে দিন ধার্য করেছেন আদালত।
রবিবার (১ এপ্রিল) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আমিনুল হক এ দিন ধার্য করেন।
এদিন ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এ দিন তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে না পারায় বিচারক নতুন দিন ধার্য করেন।
মামলার এজাহারে জানা যায়, ২০১৭ সালের ১৮ মার্চ ভোরে খিলগাঁওয়ের শেখের জায়গায় মোটরসাইকেলে করে বিস্ফোরকসহ র্যাব ৩-এর চেকপোস্টে অনুপ্রবেশের চেষ্টা করেন এক ব্যক্তি। ওই ব্যক্তি পরে র্যাবের গুলিতে নিহত হন । তাঁর কাছ থেকে উদ্ধার করা হয় পাঁচটি বোমা।
এ ঘটনায় র্যাব ৩-এর ডিএডি কাজী হাসানুজ্জামান বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করেন।
দৈনিক দেশজনতা/এন এইচ