স্পোর্টস ডেস্ক:
চলতি বছরের আগস্টে শেষ হচ্ছে মোহাম্মদ আশরাফুলের সব ধরনের নিষেধাজ্ঞা। তাই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসরেই দেখা যেতে পারে তাকে। আর এবারের বিপিএলকে টার্গেট করেই এগিয়ে যাচ্ছেন টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। নিজেকে এর আগেই সম্পূর্ণ ফিট করতে চান তিনি। কাজও শুরু করেছেন। আর তাতে ফলাফলটাও পাচ্ছেন হাতেনাতে। চলতি প্রিমিয়ার লিগে রেকর্ড ৫টি সেঞ্চুরি করেছেন এ ব্যাটসম্যান। শেষটি করেছেন রোববার।
টানা তিন বছর মাঠের বাইরে থাকায় ফিটনেসটা সেভাবে ধরে রাখতে পারেননি আশরাফুল। তাই গত আসরটা ভালো যায়নি। চলতি আসরের শুরুতেও ছিল একই দশা। তখন টাইগার অধিনায়ক আশরাফুলের খুব কাছের বন্ধু মাশরাফী বিন মোর্ত্তজার উৎসাহে নতুন উদ্যমে ফিটনেস নিয়ে কাজ করেন। তখন থেকেই ভাত খাওয়া বন্ধ। আর জিমে কঠোর অনুশীলন। এর মধ্যেই ওজন কমিয়েছেন। আশরাফুলের ভাষায়, ‘পরপর দুইটা ম্যাচে শূন্য মারার পর একদিন ড্রেসিং রুমে এসেছিলো। তখন আমাকে এসে বলছে ফিটনেসটা নিয়ে কাজ করতে। বলল, ফিটনেসটা ঠিক করতে পারলে এখানে রান করা কোন ব্যাপার না, আমার জন্য। তো তখন থেকেই এ নিয়ে কাজ করছি। এখন অনেকটা ফিট।’
মাশরাফীর কথায় যে টনিকের মতো কাজ করেছে তার প্রমাণ এবার প্রিমিয়ার লিগে। ৫টি সেঞ্চুরি করেছেন আশরাফুল। শুরুতে ধারাবাহিকতার অভাব ছিলো। শেষদিকে সেটাও কাটিয়ে উঠতে পেরেছেন। শেষ ৩ ম্যাচে টানা ৩ সেঞ্চুরি। সবই প্রিমিয়ার লিগে এমনকি লিস্ট ক্রিকেটেও বাংলাদেশের নতুন রেকর্ড। আর তাতে দারুণ উচ্ছ্বসিত এ তারকা, ‘আল্লাহর রহমতে ভালো হয়েছে। সুপার লিগে উঠতে পারিনি। এমনকি দল নেমে গেছে রেলিগেশনে। দুইটা ম্যাচ বোনাস খেলতে পারছি। তো এটা দলের জন্য কিছুই হয় নাই। ব্যক্তিগতভাবে সুযোগ ছিলো। সে সুযোগ কাজে লাগাতে পেরেছি। এটাই ভালো লাগছে।’
ব্যাটে রান মিলছে নিয়মিত। ধারাবাহিকও হয়েছেন। সামনে ভালো কোন সংবাদ পেতে হলে ফিটনেসকেই মূল উপাদান মানছেন আশরাফুল। কারণ আন্তর্জাতিক ক্রিকেটে নতুন করে নিজেকে প্রমাণ করার কিছু নেই তার। সে পরীক্ষা দিয়েছেন অনেক আগেই। তাই ফিটনেস নিয়ে কাজ করে যেতে যান তিনি। বিপিএলের আগেই নিজেকে সম্পূর্ণ ফিট করার চ্যালেঞ্জটাই নিয়েছেন সাবেক এ অধিনায়ক।
দৈনিক দেশজনতা/এন এইচ