নিজস্ব প্রতিবেদক:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। কিন্তু সীমানা পুনর্নির্ধারণে দাবি-আপত্তির যেন হিড়িক পড়েছে।
ইসি সূত্রে জানা গেছে, সীমানা পুনর্নির্ধারণে দাবি-আপত্তির ৬১০টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে আবেদন জমা দেয়ার শেষ দিন রোববারই প্রায় চারশ’র মতো আবেদন জমা পড়েছে।
এসব আবেদনে ইসির প্রস্তাবিত সীমানায় অসন্তোষ প্রকাশ করেছেন সরকারদলীয় কয়েকজন মন্ত্রী-এমপিও।
সূত্র আরো জানায়, এসব দাবি-আপত্তি একত্রিত করে কমিশন বৈঠকে উপস্থাপন করা হবে। সংশ্লিষ্ট শাখা থেকে বিভাগ অনুযায়ী শুনানির জন্য নথি উপস্থাপনের প্রস্তুতি চলছে।
তবে আবেদন দেখে কমিশন সিদ্ধান্ত দেবে কিভাবে এবং কবে থেকে সীমানা পুনর্নির্ধারণে এসব দাবি-আপত্তির শুনানি শুরু করা হবে।
এরআগে ১৪ মার্চ ১৬টি জেলার ৩৮টি আসনের সীমানায় পরিবর্তন এনে খসড়া তালিকা প্রকাশ করে ইসি।
ইসি কর্মকর্তারা জানান, দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০১৩ সালে ৩০ জেলার ৭৫টি নির্বাচনী আসনের ওপর ৮৯৪টি দাবি-আপত্তি ও পরামর্শের আবেদন জমা পড়েছিল।
দৈনিক দেশজনতা/এন এইচ