স্পোর্টস ডেস্ক:
স্বাগতিক হংকংয়ের বিপক্ষে ড্র করলেই শিরোপা নিশ্চিত হতো বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দলের। কিন্তু চার জাতির আমন্ত্রণমূলক টুর্নামেন্টে তো বাংলাদেশ এগোচ্ছিল দূর্বার গতিতে। প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ১০-১ ও দ্বিতীয় ম্যাচে ইরানকে হারায় ৮-১ গোলে। এই ম্যাচেও সেই ধারাবাহিকতায় গোল করে গেলেন বাংলাদেশের মেয়েরা। হংকংকে ৬-০ গোলে বিদ্ধস্ত করে শিরোপা জিতে নিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল। আগের ম্যাচের পর এই ম্যাচেও হ্যাটট্রিক করেছেন তহুরা খাতুন। বাংলাদেশের মেয়েরা চ্যাম্পিয়ন হলেন অপরাজিত থেকে।
এদিন গোলম রব্বানী ছোটনের দল দুই অর্ধে দিয়েছে তিনটি করে গোল। ম্যাচের মাত্র ৩ মিনিটে তহুরা খাতুনের গোলে এগিয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। ৩৯ মিনিটে সাজেদা খাতুন ব্যবধান দ্বিগুণ করেছেন। ৪০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে ৩-০ গোলের লিড এনে দেন তহুরা।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশ তিন গোল করেছে আট মিনিটের ব্যবধানে। ৬৭ মিনিটে শামসুন্নাহারের গোলে ৪-০ হওয়ার পর আনুচিং মগিনি গোল করে সেই ব্যবধান ৫-০ করেন। ৭৪ মিনিটে তহুরা নিজের হ্যাটট্রিক পূরণ করলে ৬-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।
চার জাতির এই আসর ছিল লিগ পদ্ধতির। বাংলাদেশ, মালয়েশিয়া, ইরান ও হংকং প্রত্যেকে একে অপেরর মুখোমুখি হয়েছে একবার করে। ৩ ম্যাচে পূর্ন ৯ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ। গেল ডিসেম্বরে অনূর্ধ্ব-১৫ সাফেও অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। সেই একই দলকে হংকংয়ের এই আসরে পাঠিয়েছিল বাফুফে।
দৈনিক দেশজনতা/এন এইচ