নিজস্ব প্রতিবেদক:
বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে এক বছরের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। রাজধানীর রমনা থানায় দায়ের করা এক মামলায় এই জামিন পেলেন তিনি।
আদালতে দুদুর পক্ষে শুনানি করেন জয়নাল আবদীন ও সগীর হোসেন লিয়ন।
সগীর হোসেন লিয়ন জানান, শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় তার মুক্তিতে আর কোনো বাধা নেই।
গত ৮ ফেব্রয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়কে কেন্দ্র করে রাজধানীর রমনা থানায় শামসুজ্জামান দুদুসহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এই মামলা করা হয়।
পরে ১২ ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন শেষে ফেরার পথে সেগুনবাগিচা থেকে দুদুকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।
দৈনিক দেশজনতা/এন এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

