১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৮

পশ্চিম সুন্দরবনে মধু আহরণ উৎসবের উদ্বোধন

রনজিৎ বর্মন (সাতক্ষীরা)প্রতিনিধিঃ

রবিবার সকালে সুন্দরবন পশ্চিম বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের আয়োজনে ওয়াইল্ডটিম,বেডস ও জোয়ারের সহায়তায় বুড়িগোয়ালিনী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্তরে মধু আহরণ উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা অঞ্চলের বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চেীধুরী। সুন্দরবন পশ্চিম বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা বশিরুল আলম মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বন বিভাগ সাতক্ষীরারেঞ্জের সহকারী বন সংরক্ষক রফিক আহম্মেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান এস এম মহসীন উল মুলক,সিএমসি সভাপতি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল,চেয়ারম্যান মাসুদুল আলম,ওয়াইল্ডটিম খুলনার প্রোগ্রাম অফিসার রুবাইয়েত হাসান,সাংবাদিক কল্যাণ ব্যানার্জী,বনজীবি ইকবাল হোসেন, বেডসের পরিচালক মাকসুদুর রহমান,জোয়ারের নির্বাহী পরিচালক আব্দুর রহমান আকাশ,মধু ব্যবসায়ী এস এম মঈনুল আনোয়ার প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা মেীমাছির ক্ষতি না করে মধুর চাক কাটা,মধুতে চিনি না মেশানো,সঠিক নিয়মে মধু সংগ্রহ,অভয়ারাণ্য এলাকায় প্রবেশ না করার বিষয়ে মেীয়ালদের দৃষ্টি আকর্ষণ করেন। এ ছাড়া বক্তারা যথাযথ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বক্তব্যে সুন্দরবন সংলগ্ন এলাকায় মধুর প্লান্ট স্থাপন,সুন্দরবন ভিত্তিক ইকো গাইড স্থাপন,অর্থনৈতিক জোন হিসাবে ঘোষণা,বনজীবিদের বিকল্প জীবিকায়নসৃষ্টি,পর্যটন এলাকা ঘোষণা সহ অন্যান্য দাবী উত্থাপন করেন।
অপরদিকে অনুষ্ঠানে মেীয়ালরা বক্তব্যে সুন্দরবনের কোন কোন এলাকায় মধু আহরণ করবেন এ বিষয়ে বনবিভাগের দৃষ্টি কামনা করেন।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ওয়াইল্ডটিম সাতক্ষীরারেঞ্জের কর্মকর্তা মোঃ আবু জাফর। আলোচনা শেষে ৪জন মেীয়ালী আদম আলী,মোক্তার গাজী,ইকবাল হোসেন মন্টু ও ইউনুচ শেখের হাতে আগুন নিভানো পাম্প ও ৩জন মেীয়াল সামাদ শেখ,আদম আলী গাজী ও হাসান আলী গাজীর হাতে অতিথিবৃন্দ পাশের কপি তুলে দেন।
পরবর্তীতে সুন্দরবনের কলাগাছিয়া নামক স্থানে মধুর চাক কেটে মধু আহরণ উৎসবের উদ্বোধন করা হয়।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :এপ্রিল ১, ২০১৮ ৫:৪০ অপরাহ্ণ