১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৮

এইচএসসি পরীক্ষা শুরু কাল

নিজস্ব প্রতিবেদক:

এইচএসসি পরীক্ষা শুরু হবে আগামীকাল ২ এপ্রিল। পরীক্ষা চলাকালে ২০০ গজের মধ্যে ছাত্রছাত্রী ছাড়া সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো: আছাদুজ্জামান মিয়া। এ আদেশ ঢাকা মহানগর এলাকার কেন্দ্রগুলোতে আগামী ২ এপ্রিল এইচএসসি পরীক্ষা শুরুর পর থেকে শেষ না হওয়া পর্যন্ত কার্যকর থাকবে। শনিবার ডিএমপি মিডিয়া শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, ডিএমপি অর্ডিনেন্স ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা জারি করেছেন ডিএমপি কমিশনার। পরীক্ষাকেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা নিশ্চিত করার জন্য কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ১, ২০১৮ ২:১৩ অপরাহ্ণ