১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২৬

খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে লিফলেট বিতরণ করেছেন বিএনপির নেতাকর্মীরা। রোববার বেলা ১১টা থেকে রাজধানীসহ সারা দেশে এ কর্মসূচি পালন করছে বিএনপি। বিএনপির সিনিয়র যু্গ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, লিফলেট বিতরণের জন্য কেন্দ্রীয় নেতাদের স্থান নির্দিষ্ট করে দেয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী তারা লিফলেট বিতরণ করছেন।

জানা গেছে, রাজধানীর কাজীপাড়ায় দলের ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেনের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়েছে। এ সময় কাজীপাড়া বাসস্ট্যান্ড, বাজার, দোকানসহ স্থানীয় জনসাধারণের কাছে লিফলেট বিতরণ করা হয়।

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর নেতৃত্বে একই কর্মসূচির অংশ হিসেবে মিরপুর মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় সাড়ে ১১টার দিকে লিফলেট বিতরণ করা হয়। তার সঙ্গে ছিলেন স্থানীয় বিএনপি নেতা এসএম কায়সার পাপ্পু, ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফেরদৌসী আহমেদ মিষ্টিসহ দলীয় নেতারা।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ১, ২০১৮ ১:৫২ অপরাহ্ণ