১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৯

আজ থেকে শুরু পাকিস্তান-উইন্ডিজ টি-২০ সিরিজ

স্পোর্টস ডেস্ক:

অনেক জল্পনা কল্পনার পর করাচি জাতীয় স্টেডিয়ামে আজ থেকে শুরু হচ্ছে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের টি-২০ সিরিজ।বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে ভবিষ্যতে নিজ মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর আরেকটি পদক্ষেপ নিতে যাচ্ছে পাকিস্তান। করাচিতে আজ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে দল দু’টি।

ওয়েস্ট ইন্ডিজের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। হোটেল এবং স্টেডিয়ামে সফরকারী দলটিকে নিরাপত্তা দেয়ার জন্য পুলিশ এবং আধা সামরিক বাহিনীর আট হাজার সদস্য নিয়োগ করেছে পিসিবি।

আইসিসির ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ডেভিড বুন। আইসিসি ক্রিকেট জেনারেল ম্যানেজার জিয়ফ এ্যালারর্ডিচ এবং আম্পায়ার্স ম্যানেজার আদ্রিয়ান গিফিতও উপস্থিত থেকে পুরো ব্যবস্থাপনা দেখভাল করবেন।

২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দল বহনকারী বাসে জঙ্গি হামলার পর পাকিস্তানে ক্রিকেট আন্তর্জাতিক নির্বাসনে যায়। তাই নির্বিঘ্নে সিরিজ আয়োজনের মাধ্যমে আবারো আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনার ব্যাপারে আশাবাদী পাকিস্তান। চলতি মাসের শুরুর দিকে করাচিতে সফলভাবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ফাইনাল আয়োজন করে পিসিবি। এর আগে করাচিতে সিমিত ওভারের আন্তর্জাতিক ম্যাচ খেলা পাকিস্তান বর্তমান দলের একমাত্র খেলোয়াড় সরফরাজ বলেন, ‘এটা অনেক বড় একটা উৎসবের মত।’ তিনি বলেন, ‘পিএসএল ফাইনালে প্রচুর দর্শক সমাগম ঘটেছিল। সুতরাং টি-২০ সিরিজেও প্রচুর দর্শক মাঠে আসবে আশা করছি।’

২০১৬ সালের সেপ্টম্বরে সরফরাজ অধিনায়কের দায়িত্ব নেয়ার সংক্ষিপ্ত ভার্সনে খুবই ভাল করছে পাকিস্তান। এ সময়ে ১৭টি টি-২০ ম্যাচের ১৪টিতে জয় পেয়েছে পাকিস্তান। গত জানুয়ারীতে নিউজিল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের মাধ্যমে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান দখল করে উপমহাদেশের দলটি। সরফরাজ বলেন, ‘তার আশা দল সুখ-স্মৃতি ধরে রাখবে।’ বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও রেকর্ডটা দারুণ পাকিস্তানের, ১১টি টি-২০ ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে হেরেছে পাকরা। অধিনায়ক বলেন, ‘সংক্ষিপ্ত ভার্সনে ওয়েস্ট ইন্ডিজ খুবই শক্তিশালী দল। সুতরাং তারা যে দলই নির্বাচন প্রেরণ করুক আমাদের সেরাটাই খেলতে হবে।-বাসস

দৈনিক দেশজনতা/টি এইচ

প্রকাশ :এপ্রিল ১, ২০১৮ ২:২৬ অপরাহ্ণ