১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩০

টানা পঞ্চম শিরোপা জিতল পিএসজি

স্পোর্টস ডেস্ক:

ফরাসি লিগ কাপের শিরোপাটাকে যেন নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ফাইনালে এডিনসন কাভানির জোড়া গোল ও আঙ্গেল ডি মারিয়ার একটি গোলে মোনাকোকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে টানা পঞ্চম শিরোপা জিতেছে উনাই এমেরির দল।

গত মৌসুমের ফাইনালে একই প্রতিপক্ষের বিপক্ষে পিএসজির ৪-১ গোলের জয়ে জোড়া গোল করেছিলেন কাভানি। শনিবারের ফাইনালে ম্যাচের অষ্টম মিনিটেই পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন উরুগুইয়ান স্ট্রাইকার। মোনাকোর ক্যামিল গ্লিক কাইলিয়ান এমবাপেকে ফাউল করায় পেনাল্টি পেয়েছিল পিএসজি। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তা নিয়ে রেফারির পেনাল্টির সিদ্ধান্ত দিতে সময় লেগেছে তিন মিনিট।

২১ মিনিটে এমবাপের দারুণ এক পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন আর্জেন্টাইন উইঙ্গার ডি মারিয়া। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধে মোনাকোর অধিনায়ক রাদামেল ফ্যালকাও হেডে বল জালে জড়িয়েছিলেন। আবারো ভিডিও রেফারির শরণাপন্ন হন মাঠের রেফারি। দুই মিনিট পর জানানো সিদ্ধান্তে গোলটি বাতিল হয়ে যায় অফ সাইডের কারণে।

৮৫ মিনিটে স্কোরলাইন ৩-০ করে ফেলে পিএসজি। কাভানির দ্বিতীয় গোলে পিএসজির শিরোপাও নিশ্চিত হয়ে যায় সহজেই। শেষ পাঁচ মৌসুমে ১৩টি বড় ঘরোয়া শিরোপার ১১টিই জিতল পিএসজি। চতুর্থবারের মতো ঘরোয়া ট্রেবল জয়ের পথেই আছে কাতারের মালিকানাধীন ক্লাবটি।
দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ১, ২০১৮ ১০:৩৫ পূর্বাহ্ণ