১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৬

চীন সীমান্তে সৈন্য বাড়িয়েছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক:

চীন সীমান্তে নজরদারি বাড়াতে সৈন্য বাড়িয়েছে ভারত। গত কয়েকদিনে তিব্বত সীমান্তের দিবাং, দাউদালাই ও লোহিত উপত্যকায় সৈন্য সংখ্যা বাড়ানো হয়েছে বলে সেনা সূত্রে জানা গেছে। তিব্বত সীমান্তে চীনা বাহিনীকে চাপে রাখতে উন্নতমানের নজরদারি চালানো হবে বলে সেনা কর্মকর্তারা জানিয়েছেন। এমনকি চপারের মাধ্যমে আকাশপথেও নজরদারি চালানো হবে। খবর টাইমস অব ইন্ডিয়ার
ডোকলাম সীমান্ত নিয়ে উত্তেজনা সৃষ্টির পর তিব্বত সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরো বাড়ানোর পরিকল্পনা করেছে ভারত। ডোকলামে বাড়ানোর পাশাপাশি অরুণাচলেও বাড়ানো হয়েছে নজরদারি। ইতোমধ্যে অরুণাচলের তাওয়াংয়ে সড়ক ব্যবস্থা উন্নত করার প্রক্রিয়া শুরু করা হয়েছে। সড়ক যোগাযোগ উন্নত হলে সেনাবাহিনীর ভারী যানবাহন সীমান্তে দ্রুত পৌঁছাতে পারবে।
তিব্বত সীমান্তে ১৭ হাজার ফুট উঁচুতে বরফে ঢাকা পাহাড়েও নজরদারি চালানো হচ্ছে। ভারত তিব্বত সীমান্তের গ্রাম কিবিথুতে মোতায়েন ভারতীয় বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, ডোকলাম ঘটনার পর আমরা আমাদের কার্যক্রম বাড়িয়েছি। আমরা এখন চীনের যে কোনো চ্যালেঞ্জের জবাব দিতে প্রস্তুত।
দৈনিকদেশজনতা/ আই সি
প্রকাশ :এপ্রিল ১, ২০১৮ ১০:৪০ পূর্বাহ্ণ