১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৩

গাজীপুরের কাশিমপুর কারাগারে সাজাপ্রাপ্ত বন্দির মৃত্যু

আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক বন্দির মৃত্যু হয়েছে।

৩০ মার্চ শুক্রবার রাতে হৃদরোগে তিনি মারা যান।

নিহতের নাম জাহিদ হোসেন (৪২)। তিনি ঢাকার মতিঝিল থানার ফকিরাপুল এলাকার বাসিন্দা আমির হোসেনের ছেলে। গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলায়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেলা মোঃ তারিকুল ইসলাম জানান, জাহিদ হোসেন শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। গুরুতর অবস্থায় প্রথমে তাকে কারা হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জাহিদ চট্টগ্রামের ডবলমুড়িং থানার একটি খুনের মামলার আসামি ছিলেন। নি¤œ আদালত ১৯৯৯ সালে তাকে ফাঁসির আদেশ দেয়। ২০০২ সালে উচ্চ আদালত সাজা কমিয়ে যাবজ্জীবন দেয়। ২০০৯ সালের ১৭ অক্টোবর তাকে সিলেট কারাগার থেকে কাশিমপুর কারাগারে আনা হয়।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ৩১, ২০১৮ ৯:৩০ অপরাহ্ণ