২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৮:৫৩

রাশিয়ার বিশ্বকাপে রেফারি দায়িত্ব পালন করবেন আল মারি

স্পোর্টস ডেস্ক:

শনিবার ৬৩ সদস্যের সহকারী রেফারি ও ৩৬ সদস্যের রেফারির তালিকা প্রকাশ করেছে ফিফা। সেখানে সহকারী রেফারি হিসেবে প্রথমবারের মতো কোন কাতারের নাগরিক অন্তর্ভুক্ত হয়েছেন। তার নাম তালেব আল মারি। তিনি প্রথম কাতারি রেফারি হিসেবে রাশিয়ার বিশ্বকাপে দায়িত্ব পালন করবেন।

এবারের বিশ্বকাপে এশিয়ার ৭টি দেশ থেকে ১০ জন সহকারী রেফারি নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ইরান, উজবেকিস্তান ও সৌদি আরবের দুইজন করে; আর কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও জাপানের একজন করে সহকারী রেফারি নির্বাচিত হয়েছেন।

কাতারের প্রথম প্রতিনিধি হিসেবে বিশ্বকাপের সহকারী রেফারির দায়িত্ব পালনের সুযোগ পেয়ে আনন্দিত আল মারি টুইটারে লিখেছেন, ‘বিশ্বকাপে প্রথম রেফারি হিসেবে দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত।’

এদিন রেফারির পূর্ণ তালিকাও প্রকাশ করেছে ফিফা। এর মধ্যে এশিয়ার প্রতিনিধি আছেন ৬ জন। আর উয়েফার আছেন ১০ জন। ৪৬ দেশ থেকে ৩৬ রেফারি ও ৬৩ সহকারী রেফারি নির্বাচন করেছে ফিফা।

শনিবার ফিফা তাদের ওয়েব সাইটে জানিয়েছে, ‘রেফারিদের দক্ষতা, ব্যক্তিত্ব, তাদের ফুটবল ও খেলার ট্যাকটিস বোঝার ক্ষমতা বিবেচনা করে বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্ব পরিচালনার জন্য নির্বাচন করা হয়েছে।’

সূত্র : দি পেনিনসুলিয়া

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ৩১, ২০১৮ ৭:৪০ অপরাহ্ণ