১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০২

রণবীর-দীপিকার বিয়ে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরে

বিনোদন ডেস্ক:

দীপিকা পাড়ুকোনের সঙ্গে যে রণবীর সিংয়ের বিয়ে হচ্ছেই সেটা দুই পরিবার বসে পাকা করেছেন। বিয়ে হবে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে। দুই জনের বাবা-মা একসঙ্গে বসে এ বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে চারটি তারিখ আপাতত ঠিক করেছেন। জানা গিয়েছে,  হিন্দু ঐতিহ্য অনুযায়ী বিয়ে হবে অত্যন্ত গোপনে। ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও পরিবারের লোকজন ছাড়া আর কেউ থাকবেন না সেই অনুষ্ঠানে। তবে আনুশকার মতো বিয়ে  দেশে হবে না বিদেশে হবে সে সম্পর্কে কোনও কিছুই জানা যায় নি।

এমনকি রিসেপশন বিষয়েও দুই পরিবারের কেউ মুখ খোলেন নি। তবে রণবীর বা দীপিকা কেউই বছর শেষে কোনো ছবির কাজ হাতে রাখছেন না। গত জানুয়ারিতে ‘পদ্মাবত’ মুক্তির সপ্তাহখানেক আগে রণবীর ও দীপিকার বাবা মা তাদের বিয়ের ব্যাপারে নিজেদের মধ্যে প্রাথমিক আলোচনা সেরেছিলেন। এরপর রণবীরও দীপিকার বাবার সঙ্গে দেখা করেছিলেন। ইতিমধ্যে দীপিকা পুরোদমে বিয়ের বাজার শুরু করে দিয়েছেন বলে মিডিয়ার খবরে বলা হয়েছে। জানা গেছে, দীপিকা তার মা উজ্জ্বলা ও বোন অনিশার সঙ্গে বিয়ের কেনাকাটা করছেন। তবে বিয়েতে তিনি কোন ডিজাইনারের শাড়ি পড়বেন তা এখনও ঠিক হয়নি। অবশ্য সব্যসাচী মুখোপাধ্যায় দীপিকার বিয়ের শাড়ি তৈরির জন্য প্রস্তুত হয়ে রয়েছেন। কিছুদিন আগে রণবীরের পরিবার সব্যসাচীরই ডিজাইন করা একটি শাড়ি দীপিকাকে উপহার হিসেবে দিয়েছিলেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ৩১, ২০১৮ ২:২৫ অপরাহ্ণ