১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৭

রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি অভিনেতা শাকিব খান

বিনোদন ডেস্ক:

অসুস্থ হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান।  গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা সাইফুর ইসলাম লেনিন জানিয়েছেন।

তিনি  জানান, গতকাল (বৃহস্পতিবার) দুপুরে বুকে ব্যথা অনুভব করেন শাকিব খান। পরে তিনি ল্যাবএইডে তার নিয়মিত চিকিৎসকের কাছে যান। চিকিৎসক তাকে ভর্তি হবার পরামর্শ দেন। বর্তমানে শাকিব খান কার্ডিওলজিস্ট ডা. ওয়াদুদ চৌধুরীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

এ যাত্রায় তেমন ভয়ের কিছু নেই বলেই জানালেন ল্যাবএইডের চিকিৎসক ওয়াদুদ চৌধুরী। বর্তমানে তার অবস্থার উন্নতি হয়েছে। কয়েকদিন বিশ্রাম নিলেই পুরোদমে কাজে নামতে পারবেন শাকিব। তবে ঠিক কতদিন তাকে হাসপাতালে ভর্তি থাকতে হবে সে বিষয়ে এখনই বলা সম্ভব নয়।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ৩০, ২০১৮ ১১:০০ পূর্বাহ্ণ