১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৩

খালেদা জিয়া অসুস্থ, দেখা করতে পারেননি মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ থাকায় কারাগারে তার সঙ্গে সাক্ষাৎ করার অনুমতি পাননি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবীর খান জানান, বৃহস্পতিবার বিকাল ৩টায় পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেখা করার কথা ছিল।কিন্তু দুপুরে বিএনপি মহাসচিবকে জানিয়ে দেয়া হয়- বিএনপি চেয়ারপারসন অসুস্থ, তাই তিনি দেখা করার অনুমতি পাচ্ছেন না।

এর আগে শায়রুল কবীর জানিয়েছিলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় বিষয় নিয়ে বিএনপি চেয়ারপারসন ও মহাসচিবের মধ্যে আজ আলোচনা হতে পারে।

উল্লেখ্য, ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক ড. আখতারুজ্জামানের আদালত খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন। একই আদালত খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয় আসামির প্রত্যেককে ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করেন। রায়ের পর থেকে কারাগারে আছেন খালেদা জিয়া।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :মার্চ ২৯, ২০১৮ ৪:১৭ অপরাহ্ণ