১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:৪৮

রাজশাহীতে হেরোইনসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় মেসবাউল হক ওরফে সাহেব নামে এক যুবককে ৪০০ গ্রাম হেরোইনসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সদস্যরা। বৃহস্পতিবার ভোরে গোদাগাড়ী পৌরসভার সারাংপুর নতুনপাড়া মহল্লায় মেসবাউলের বাড়িতে অভিযান চালিয়ে হোরোইনসহ তাকে আটক করা হয়।

আটক মেসবাউল হক আবদুল বারীর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক এমদাদুল হক মিঠুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মেসবাউল একজন মাদক বিক্রেতা। গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় মেসবাউল তার বিছানার নিচে হেরোইন নিয়েই শুয়ে ছিলেন। হেরোইন মজুত রাখার অভিযোগে তাকে আটক করে হেরোইনসহ গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। দুপুরে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ২৯, ২০১৮ ৩:৫৩ অপরাহ্ণ