১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৩২

রাজশাহীতে ভুয়া পুলিশসহ গ্রেফতার ৪

রাজশাহী প্রতিবেদক:

রাজশাহীতে ৩ ভুয়া ডিবি পুলিশসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত ৯টার দিকে জেলার দুর্গাপুর উপজেলার কুহাড় গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কুহাড় গ্রামের আবদুর রহমানের ছেলে রুহুল আমিন (৩০), রাজশাহী নগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া এলাকার আবুবকরের ছেলে বাপ্পি শেখ (২২), রফিকুল ইসলামের ছেলে সজল হোসেন (২৪) ও শাহ আলমের ছেলে শাকিল হোসেন (২৪)।

দুর্গাপুর থানার এসআই মির্জা মোজাহারুল ইসলাম জানান, বাপ্পি, সজল ও শাকিল নিজেদের ডিবি পুলিশের পরিচয় দিয়ে সড়কের ওপর একটি টেম্পো থামান। এ সময় তল্লাশির নামে তারা যাত্রীদের টাকা-পয়সা লুট করছিলেন। এতে সন্দেহ হয় যাত্রীদের। তাই যাত্রীরা তাদের পরিচয়পত্র দেখতে চান। কিন্তু পরিচয়পত্র দেখাতে পারছিলেন না এই তিন ভুয়া পুলিশ। তখন স্থানীয়দের সহায়তায় যাত্রীরা তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন। এ সময় তাদের থানায় নিতে বাধা দেয়ায় স্থানীয় যুবক রুহুল আমিনকেও আটক করে পুলিশ।

এসআই আরও জানান, এ ঘটনায় তিন ভুয়া পুলিশের বিরুদ্ধে টেম্পোচালক মামলা করেছেন। অন্যদিকে সরকারি কাজে বাধা দেয়ায় রুহুল আমিনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :মার্চ ২৯, ২০১৮ ৪:২৭ অপরাহ্ণ