১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২০

উ. কোরিয়ার ওপর চাপ অব্যাহত থাকবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:

সম্প্রতি চীন সফর করেছেন উত্তর কোরিয়ার আলোচিত নেতা কিম জং উন। সেখানে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একথা জানিয়েছেন শি নিজেই।

এ বিষয়ে ট্রাম্প তার টুইটারে লিখেছেন, ‘গতরাতে শি জিনপিংয়ের কাছ থেকে আমি এই মর্মে বার্তা পেয়েছি যে কিম জং-উনের সঙ্গে তার সাক্ষাৎ ফলপ্রসূ হয়েছে এবং কিম আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।’ তবে কিম-ট্রাম্প সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা থাকলেও এতে যে খুব একটা বরফ গলবে না তা অনেকটা স্পষ্ট ট্রাম্পের কথায়। উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা অব্যাহত রাখার বিষয়ে তিনি একই টুইটে লিখেছেন, ‘ততদিনে যেকোনো মূল্যে (উত্তর কোরিয়ার ওপর) সর্বোচ্চ নিষেধাজ্ঞা ও চাপ অব্যাহত রাখা হবে।’

সম্প্রতি গুঞ্জন শোনা যায় যে, চীনে শি জিনপিং এবং কিম সাক্ষাৎ করেছেন। কিন্তু ঘটনার কোনো সত্যতা পাওয়া যাচ্ছিলো না। অবশেষে এ জল্পনার অবসান ঘটায় চীন ও উত্তর কোরিয়ার সরকারি গণমাধ্যম। তারা এর সত্যতা নিশ্চিত করে।

প্রসঙ্গত, চলতি মাসের গোড়ার দিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কিমের সঙ্গে বৈঠকে বসতে সম্মত হন। মে মাসে ওই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে বলে কথা থাকলে ঠিক কোথায় কীভাবে তা হবে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য ঘোষণা করা হয়নি।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ২৯, ২০১৮ ১১:৪৩ পূর্বাহ্ণ