১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২২

নেইমারকে ছাড়া খেলতে শিখছে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক:

ম্যাচের আগে ব্রাজিলের কোচ লিওনার্দো বাচ্চি (তিতে) বলেছিলেন, দলে নেইমারের বিকল্প নেই। তবে জার্মানির বিপক্ষে জয় শেষে তিতে বলেন, ‘নেইমারকে ছাড়া খেলতে শিখছি আমরা। বার্লিনে তিতে বলেন, আমাদের সেরা খেলোয়াড় ছিল না। দল নেইমারকে মিস করেছে। তাকে ছাড়াই আমরা খেলতে এবং শক্তিশালী থাকতে শিখছি। চার বছর আগে নিজেদের মাঠে বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ভরাডুবির বেদনা দূর করতে বার্লিনে পাওয়া জয়টি যথেষ্ট নয় বলে মনে করেন তিতে।

যদিও এগুলোকে অতীত হিসেবেই দেখছেন ৫৬ বছর বয়সী এই কোচ। তিতে বলেন, এটা সত্যি যে, দীর্ঘ দিনের একটা ভূত ছিল। আমার মনে হয়েছে, কিছু মানুষ এটা নিয়ে আলাপ-আলোচনা এড়ানোর চেষ্টাও করেছে। এটাই জীবন। ওটা অতীত। আমরা (জার্মানির বিপক্ষে) জিতেছি বলে মানুষ ওটা ভুলবে না। গত মাসে ফরাসি লীগ ওয়ানের খেলা চলাকালে ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন নেইমার। অস্ত্রোপচার শেষে পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন বিশ্বের সবচেয়ে দামি এ ফুটবলার। গত গ্রীষ্মকালীন দলবদলে বার্সেলোনা থেকে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরো ট্রান্সফারে ফ্রান্সের প্যারিস সেইন্ট জার্মেই ক্লাবে পাড়ি দেন নেইমার।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ২৯, ২০১৮ ১১:৪০ পূর্বাহ্ণ