১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১২

দেশ এখন পুলিশের কব্জায় : রিজভী

মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক :

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ দলের পূর্ব ঘোষিত আজকের জনসভা করার অনুমতি না দেয়ার প্রতিক্রিয়ায় বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের কাছে বলেছেন- ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জনসভার অনুমতি দেবে পুলিশ’। স্বরাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যের প্রতিক্রিয়ায় রিজভী আহমেদ বলেন, তার বক্তব্যে এটা প্রমাণিত হয়ে গেছে, এখন দেশ চালাচ্ছে পুলিশ। আওয়ামী লীগ ক্ষয়িষ্ণু রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে বলেই দেশ এখন পুলিশের কব্জায়।

বিএনপির চেয়ারপারসন কারাবন্দি বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ডাকা ২৯ মার্চ, বৃহস্পতিবারের সমাবেশ স্থগিত করেছে বিএনপি। সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ করার কথা ছিল।

আজ বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির চেয়াপারসনের উপদেষ্টা আবদুস সালাম, আবুল খায়ের ভূঁইয়া, সহ-দফর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ।
রিজভী বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকায় ১২ মার্চ ও ১৯ মার্চ জনসভার জন্য পুলিশের অনুমতি চাওয়া হয়। সরকারের নির্দেশে নিরাপত্তার অজুহাতে অনুমতি দেয়নি ডিএমপি। এরপর আবারও ২৯ মার্চ জনসভা করতে বেশ কয়েকদিন আগে বিএনপির পক্ষ থেকে আবেদন করা হয়। রিজভী জানান, গতকাল দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। আমরা বিশ্বাস করতে চেয়েছিলাম, সরকার জনসভার অনুমতি দেবে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, আওয়ামী দুঃসময়ে শুধু বিপন্ন গণতন্ত্রের দীর্ঘশ্বাসই শুনতে পাওয়া যায়। দখল ও দুর্নীতির অন্তঃক্রিয়া আওয়ামী সংস্কৃতির ধারক। সে জন্যই আধিপত্য- অভিলাষী সরকার গণতন্ত্রকে ‘ফসিলে’ পরিণত করতে উঠে পড়ে লেগেছে।

রিজভী বলেন, বর্তমান ভোটারবিহীন সরকার আন্তর্জাতিকভাবে স্বৈরাচারের যে স্বীকৃতি পেয়েছে সেটি অক্ষরে অক্ষরে প্রমাণিত হলো। বার বার তারিখ পরিবর্তন করেও জনসভার জন্য অনুমতি পাওয়া গেল না। এ অবস্থায় বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আগামীকালের জনসভা আপাতত স্থগিত করা হলো।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :মার্চ ২৮, ২০১৮ ৯:২৯ অপরাহ্ণ