১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৭

মোহাম্মদপুরের ক্রিসেন্ট হাসপাতালকে ১০ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

অ্যাপোলো ও ইউনাইটেড হাসপাতালের পর এবার রাজধানীর মোহাম্মদপুরের ক্রিসেন্ট হাসপাতালকে ১০ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। রোগীকে জিম্মি করে টাকা আদায়, ভুয়া চিকিৎসক দিয়ে চিকিৎসা করানোর অভিযোগে এই জরিমানা করা হয়েছে। এই ঘটনায় সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া হাসপাতালটির লাইসেন্স বাতিল করতে স্বাস্থ্য অধিদপ্তরকে আদেশ দেয়া হয়েছে।

আজ বুধবার রাত পৌনে ৮টায় র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সরোয়ার আলম এই দণ্ডাদেশ দেন। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম আজ বুধবার দুপুর দুইটা থেকে এই ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম শুরু করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান চলছে।

সরোয়ার আলম জানান, রোগীকে জিম্মি করে ভুয়া চিকিৎসা দেওয়া, চিকিৎসক ছাড়া অস্ত্রোপচার এবং প্যাথলজি ল্যাবে পরীক্ষা ছাড়াই রিপোর্ট দেওয়ার অভিযোগের সত্যতা পাওয়ার গেছে।

প্রসঙ্গত, এর আগে গত ২৫ ফেব্রুয়ারি মেয়াদ শেষ হওয়া রি-এজন্টে এবং অনুমোদনহীন বিদেশি ওষুধ রাখার দায়ে রাজধানীর অভিজাত অ্যাপোলো হাসপাতালকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছিল র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। পরে ২১ মার্চ মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট দিয়ে রোগ নির্ণয়ের পরীক্ষা এবং সেলাইয়ের সুতারও মেয়াদ পেরিয়ে যাওয়ায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালকে ২০ লাখ টাকা জরিমানা করে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :মার্চ ২৮, ২০১৮ ৯:২৫ অপরাহ্ণ