১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৭

গাজীপুরে অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈরে ব্যাটারীচালিত অটোরিকশার চাপায় মারিয়া আক্তার নামের পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

২৭ মার্চ মঙ্গলবার রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত মারিয়া আক্তার সিরাজগঞ্জ সদর থানার বাওইখোলা এলাকার মনির হোসেনের মেয়ে।

এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ মোল্লাপাড়া এলাকার ইদ্রিস আলীর বাসায় বাবা-মায়ের সঙ্গে ভাড়া থাকতো মারিয়া আক্তার। মঙ্গলবার বিকেলে বাড়ির পাশে পল্লীবিদ্যুৎ-বাড়ইপাড়া আঞ্চলিক সড়ক পার হওয়ার সময় একটি ব্যাটারীচালিত অটোরিকশা তাকে চাপা দেয়। তাৎক্ষণিক গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে তাকে স্থানীয় মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন রাত ১২টার দিকে মারিয়ার মৃত্যু হয়।

নিহতের মা ময়না বেগম জানান, মারিয়া চিপস কিনতে বাসার পাশেই এক দোকানে যাচ্ছিল। এ সময় সড়ক পারপার হওয়ার সময় একটি ব্যাটারীচালিত অটোরিকশা তাকে চাপা দেয়। পরে হাসপতালে নেওয়া হলে রাত ১২টার দিকে মারিয়া মারা যায়।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :মার্চ ২৮, ২০১৮ ৯:৩৪ অপরাহ্ণ