১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৯

ভোলায় আ.লীগ নেতাকে পিটিয়ে হত্যা

ভোলা প্রতিনিধি :

ভোলার চরফ্যাশন পৌর ৭নং ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা আবদুল জব্বার(৭০) মাস্টারকে দুর্বৃত্তরা পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য ভোলা মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও এলাকা সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে আওয়ামী লীগ নেতা আবদুল জব্বার মাস্টার স্থানীয় পৌর ৮নং ওয়ার্ড নুরু সিকদার বাড়ির দরজার জামে মসজিদে এশার নামাজ শেষে বের হওয়ার পর থেকে তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে আজ ভোরে স্থানীয়দের সহায়তায় আবদুল জব্বার মাস্টারের পরিবারের সদস্যরা চরফ্যাশন এতিমখানা সংলগ্ন পরিত্যক্ত ভবন থেকে তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা এসআই জাহাঙ্গীর আলম জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দৈনিকদেশজনতা/ এফ আর

প্রকাশ :মার্চ ২৮, ২০১৮ ১:৩৯ অপরাহ্ণ