১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৬

এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ এপ্রিল শুরু

নিজস্ব প্রতিবেদক:

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামী সোমবার (২ এপ্রিল)। এবার উচ্চ মাধ্যমিক ও সমমানের অংশগ্রহণ করবে ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন শিক্ষার্থী। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থী বেড়েছে ১ লাখ ২৭ হাজার ৭৭১ জন। বুধবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
তিনি বলেন, পরীক্ষার্থী বাড়ার পাশাপাশি এবার শিক্ষাপ্রতিষ্ঠান ও কেন্দ্রও বেড়েছে। ৭৯টি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ৪৪টি কেন্দ্র বেড়েছে। নকলমুক্ত পরিবেশে ও প্রশ্নপত্র ফাঁস রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ২৮, ২০১৮ ১:৩৪ অপরাহ্ণ