মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের গজারিয়ায় ৬২ হাজার ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র্যাব। মঙ্গলবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের বালুয়াকান্দি এলাকার মুন ফিলিং স্টেশনের সামনে থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়। আটক দুইজন হচ্ছেন, হাসানুল ইসলাম হাসান ও জয়নাল আবেদীন ছোটন। এসময় ইয়াবাবহনকারী একটি কাভার্ডভ্যান, চারটি মোবাইল ফোন ও ছয়টি সিমকার্ড জব্দ করা হয়েছে। র্যাব-১১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, খালি কাভার্ডভ্যানটি কক্সবাজার থেকে বিশাল ইয়াবার চালান নিয়ে ঢাকায় যাচ্ছিল এমন গোপন খবরের ভিত্তিতে র্যাবের একটি দল অভিযান চালায়। জেষ্ঠ্য সহকারি পুলিশ সুপার (এএসপি) শেখ বিল্লাল হোসেনের নেতৃত্বে এএসপি আলেফউদ্দিনসহ র্যাবসদস্যরা এ অভিযান চালায়।এসময় কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ৬২ হাজার ইয়াবাসহ তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাসান ও ছোটন কাভার্ডভ্যানে কক্সবাজার থেকে ঢাকায় একাধিক মাদক চালান পাচারের তথা স্বীকার করেছেন। আটককৃতদের বিরুদ্ধে মামলা করার কথা জানিয়েছে র্যাব।
দৈনিকদেশজনতা/ আই সি