২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:৫৩

ঠাণ্ডা পানীয় কমে গর্ভধারণের ক্ষমতা

লাইফ স্টাইল ডেস্ক:

অতিরিক্ত ঠাণ্ডা পানীয় পান করলে তা বিভিন্নভাবে শরীরের ক্ষতি করে। ওজন বৃদ্ধি, ডায়াবেটিস, মহিলাদের ক্ষেত্রে সময়ের নির্দিষ্ট বয়সের আগেই পিরিয়ড শুরু হওয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমস্যার জন্ম দেয়। কিন্তু এবার জানা গেল আরো মারাত্মক ক্ষতির কথা। এক গবেষণায় জানা যায় অতিরিক্ত ঠাণ্ডা পানীয় পান করলে তা মহিলাদের গর্ভধারণ ক্ষমতাও কমিয়ে দিতে পারে অনেকটাই। পুরুষদের ক্ষেত্রে সন্তানের জন্ম দেওয়ার ক্ষমতা কমে ‌যেতে পারে।

গবেষকরা জানিয়েছেন, ‘সন্তান ধারণের ক্ষমতার সঙ্গে ঠাণ্ডা পানীয়র সম্পর্ক রয়েছে। ‌যারা সন্তান নেওয়ার পরিকল্পনা করেছেন তাদের ঠাণ্ডা পানীয় পান করা কমাতে হবে।’

প্রসঙ্গত, এক সমিক্ষায় দেখা গিয়েছে ‌যারা নিয়মিত ঠাণ্ডা পানীয় পান করেন না সেইসব মহিলাদের গর্ভধারণ করার ক্ষমতা ‌যারা নিয়মিত পানীয় পান করেন তাদের থেকে ২৫ শতাংশ বেশি। অন্যদিকে, ‌যেসব পুরুষ নিয়মিত ঠাণ্ডা পানীয় পান করেন তাদের সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা কমে ‌যায় ৩৩ শতাংশ।

প্রকাশ :মার্চ ২৮, ২০১৮ ১:০৮ অপরাহ্ণ