১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:৪৩

পুরুষের যেসব গুণ নজর কাড়ে নারীদের

লাইফ স্টাইল ডেস্ক:

কথায় আছে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। নারী কিংবা পুরুষ যাই হোন না কেন উভয়ের গুণ থাকা একান্ত প্রয়োজন। আপনার কাজে-কর্মের দক্ষতায় গুণে আপনি হতে পারেন অন্যদের চেয়ে আলাদা। তাই একজন মানুষ যদি অনেক গুণে গুণান্বিত হন তবে তিনি অনেক দূর এগিয়ে যাবেন। বেশিরভাগ নারীরাই কিন্তু বুদ্ধিমতি হয়। তারা পুরুষদের গুণ দেখেই সাধারণত প্রেম ও বিয়ে করার সিদ্ধান্ত নেয়। নারীদের দেখে পুরুষেরা যেমন আকর্ষণ অনুভব করে, ঠিক তেমনি পুরুষদেরও কিছু আচরণ আছে যা দেখে নারীরা আকর্ষণ অনুভব করে।

আসুন জেনে নিই পুরুষদের যেসব গুণ নারীদের নজর কাড়ে।

ধৈর্যশীল

ধৈর্যশীল পুরুষদের বরাবরই পছন্দ করেন নারীরা। নারীদের আকৃষ্ট করতে চাইলে আপনার প্রচুর ধৈর্য থাকতে হবে। কাছের মানুষের কাছে খোজ নিলেই জানতে পারবেন নারীরা সাধারণত যে সকল পুরুষদের পছন্দ করে তারা অনেক ধৈর্যশীল হয়।

মন খুলে হাসি

একজন পুরুষকে মন খুলে হাসতে জানতে হবে। বিশেষ করে তার রসবোধ থাকা খুবই জরুরি। বেরসিক পুরুষদের সব সময়ই অপছন্দ করে নারীরা। এছাড়া কীভাবে আপনি তাকে হাসাতে পারবেন এজন্য নারীরা অপক্ষোয় থাকেন।

অগ্রিম পরিকল্পনা

যেসব পুরুষেরা নির্দিষ্ট সময়ের আগেই পরিকল্পনা করতে পারে, তাদের নারীরা অনেকে বেশি পছন্দ করে। নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিকল্পনা থাকাটা আরও বেশি গুরুত্বপূর্ণ। যারা আগে থেকেই পরিকল্পনা করে এবং সে অনুযায়ী কাজ করে, তাদেরকে মেয়েরা বেশি পছন্দ করে।

শারীরিক গঠন

একজন পুরুষের শারীরিক গঠন খুবই প্রয়োজন। যারা নিজেকে ফিট রাখে না, তাদের নারীরা খুব একটা পাত্তা দেয় না। শারীরিক গঠন বা চেহারা সবই জন্মগত, কিন্তু এর পরিচর্যা আপনাকেই করতে হবে। তাই পছন্দের মেয়েটিকে জীবনসঙ্গী করতে চাইলে নিজের প্রতি যত্নশীল হন।

আত্মবিশ্বাসী হওয়া

নারীদের কাছে প্রিয় হতে হলে আত্মবিশ্বাসী হওয়া খুবই জরুরি। কারণ নারীরা আত্মবিশ্বাসী পুরুষদের বেশি পছন্দ করে। সামান্য নার্ভাসনেস ভালোই লাগে; কিন্তু এটি যদি মাত্রাতিরিক্ত হয়, তাহলে নারীরা খুবই বিরক্ত হয়।

স্মার্ট হওয়া

একজন পুরুষকে অবশ্যই স্মার্ট হতে হবে। আপনার সঙ্গে সে অনেক জায়গায় যাবে, সেখানে যদি আপনি পরিপাটি না থাকেন, তাহলে সে বিরক্তিকর পরিস্থিতিতে পড়তে পারে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ২৮, ২০১৮ ১১:৪৪ পূর্বাহ্ণ