২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:১৯
Australian batsmen Matt Renshaw (left) and Steve Smith leave the field at tea on day 1 of the first Test match between Australia and Pakistan at the Gabba in Brisbane, Thursday, Dec. 15, 2016. (AAP Image/Dave Hunt) NO ARCHIVING, EDITORIAL USE ONLY, IMAGES TO BE USED FOR NEWS REPORTING PURPOSES ONLY, NO COMMERCIAL USE WHATSOEVER, NO USE IN BOOKS WITHOUT PRIOR WRITTEN CONSENT FROM AAP

স্মিথের বদলে রেনশ

স্পোর্টস ডেস্ক:

বল টেম্পারিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ টেস্টে খেলা হচ্ছে না স্টিভেন স্মিথের। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন ম্যাট রেনশ। কেপটাউন টেস্টের তৃতীয়দিনের দ্বিতীয় সেশনের সময় টিভিতে ধরা পড়ে, হলুদ কাপড়ের মতো কিছু একটা পকেট থেকে বের করছেন ব্যানক্রফট। পরে সেটি লুকানোর চেষ্টা করেন ট্রাউজারের ভেতরে।

এ ঘটনায় নেতৃত্ব হারান স্মিথ। সঙ্গে সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারও। শেষ ম্যাচের জন্য অধিনায়ক করা হয় উইকেটরক্ষক-ব্যাটসম্যান পেইনকে। গ্রীষ্মের শুরুতে ব্যানক্রফটের জন্য অস্ট্রেলিয়া দলে জায়গা হারিয়েছিলেন রেনশ।

এবার ব্যানক্রফটের ঘটনায় আবারও অস্ট্রেলিয়া দলে জায়গা করে নিলেন তিনি। চলতি শেফিল্ড শিল্ড টুর্নামেন্টেও দুর্দান্ত ফর্মে আছেন রেনশ। কুইন্সল্যান্ডের হয়ে তিনটি সেঞ্চুরি তুলে নিয়েছেন। ভিক্টোরিয়ার বিপক্ষে ১৭০, সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১২ এবং ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১২ রানের ইনিংস খেলেন এ ব্যাটসম্যান। ওয়েবসাইট।

দৈনিকদেশজনতা/ আই সি
প্রকাশ :মার্চ ২৮, ২০১৮ ১১:৪০ পূর্বাহ্ণ