১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৫

মারিয়ার অতঃপর

বিনোদন ডেস্ক:

‘গ্রাস’ সিনেমাখ্যাত পরিচালক মারিয়া ‍তুষার। ক্যামেরার পেছনে কাজ করলেও এবার নায়িকা হয়ে পর্দায় হাজির হচ্ছেন তিনি। ‘অতঃপর’ টেলিফিল্মে প্রথমবারের মতো অভিনয় করলেন মারিয়া। এ প্রসঙ্গে মারিয়া তুষার বলেন, ‘‘অতঃপর’ টেলিফিল্মে চ্যানেল আই ও সহকর্মীদের উৎসাহে অভিনয় করেছি। এখন কতটুকু পেরেছি দর্শক বিচার করবেন। আমি আমার সাধ্যমতো সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। গল্পটিও সুন্দর আশাকরি সবার ভালো লাগবে।”

অভিনয়ের পাশাপাশি এর পরিচালনা, সংলাপ ও চিত্রনাট্য করেছেন মারিয়া তুষার। টেলিফিল্মটিতে মারিয়ার সহ-অভিনেতা হিসেবে কাজ করছেন অভিনেতা শ্যামল মাওলা ও সাঞ্জু জন। এছাড়াও অভিনয় করেছেন চিত্রলেখা গুহ, আব্দুল্লাহ রানাসহ অনেকে। সম্প্রতি উত্তরা, ডিয়াবাড়িসহ ঢাকার বিভিন্ন মনোরম স্থানে এর দৃশ্যায়ন করা হয়। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে  নির্মিত এ টেলিফিল্মটি আগামী ৪ এপ্রিল চ্যানেল আইয়ে প্রচারের কথা রয়েছে।

এছাড়া খুব শিগগির তার দ্বিতীয় চলচ্চিত্র ‘জাত’-এর শুটিং শুরু করবেন মারিয়া তুষার। ইতোমধ্যে এর চিত্রনাট্যের কাজ সম্পন্ন হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ২৮, ২০১৮ ১১:১২ পূর্বাহ্ণ