১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:২১

ফিলিস্তিন-ইসরায়েল: সংখ্যায় ইহুদিদের ছাড়ালো আরবরা

দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক: 

ইসরায়েল ও ইসরায়েলের দখলকৃত ফিলিস্তিনি ভুখণ্ডে সংখ্যায় ইহুদিদের ছড়িয়ে গেছে আরব বাসিন্দারা। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। গতকাল সোমবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতি বিষয়ক কমিটিকে কর্নেল হাইম মেন্দেজ জানান, বর্তমানে পশ্চিমতীর ও গাজা উপত্যকায় বাস করছে ৫০ লাখ ফিলিস্তিনি এবং ইসরায়েলের ভেতরে বাস করে ১৮ লাখ ফিলিস্তিনি।

মোট ৬৮ লাখ ফিলিস্তিনির একটি জরিপ তুলে ধরেন তিনি। বিপরীতে ইসরায়েলসহ ফিলিস্তিনের দখলকৃত ভূমিতে ইহুদি বাস করে ৬৫ লাখ। ফিলিস্তিনি কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর (সিবিএস) উদ্ধৃতি দিয়ে ওই জরিপ সম্পর্কে মেন্দেজ বলেন, গাজা ও পশ্চিমতীরের বাসিন্দাদের মধ্যে পূর্ব-জেরুজালেমে বসবাসরতদের অন্তর্ভুক্ত করা হয়নি। কারণ তারা ইসরায়েলি আইনি সীমার মধ্যে বাস করে। মেন্দেজ আরো বলেন, ‘জুডেয়া ও সামারিয়াতে ৩০ লাখ ফিলিস্তিনি আছে বলে সিবিএস জানিয়েছে। তবে আমাদের মতে, এই সংখ্যা ২৫ থেকে ২৭ লাখের বেশি হবে না। কারণ, তাদের তালিকায় অনেক মৃতকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আবার অন্য দেশে বাস করা ফিলিস্তিনিদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।’

এদিকে জনসংখ্যার ক্ষেত্রে দুই পক্ষের আলাদা তথ্য নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি করেছে। ইসরায়েলি কর্মকর্তাদের অনেকে এই সংখ্যা গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :মার্চ ২৭, ২০১৮ ১:০০ অপরাহ্ণ