১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২২

অবসরে যাচ্ছেন সু চি

আন্তর্জাতিক ডেস্ক:

মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা ও দেশটির কার্যত সরকার প্রধান (ডি-ফ্যাক্টো) অং সান সু চি যে কোনো মুহূর্তে অবসরে যেতে পারেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। শনিবার দেশটির ক্ষমতাসীন দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) কার্য নির্বাহী কমিটির এক বৈঠকে সু চি সম্ভব হলে নিজেকে সরিয়ে নিতে চান বলে জানানোর পর মিয়ানমারে গুঞ্জনটি আরো ডালপালা ছড়িয়েছে। তবে সু চির অবসরে যাওয়ার গুঞ্জন নাকচ করে দিয়েছে তার দল এনএলডি।

রবিবার এনএলডির মুখপাত্র ইউ মিও নিউন্ত বলেছেন, ‘নেত্রীর (সু চি) অবসরে যাওয়ার খবর সত্য নয়। তবে দলের কর্মীরা যদি কঠোর পরিশ্রম করেন, তিনি তখন অবসরে যাবেন। এ ধরনের কথা তিনি সব সময়ই নেতাকর্শীদের বলে থাকেন। তার মানে এই নয় তিনি শিগগিরই অবসরে যাবেন।’ মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতী জানিয়েছে, শনিবার এনএলডির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির (সিইসি) সদস্যদের এক বৈঠকে সু চি সম্ভব হলে তিনি পদত্যাগ করতে চান বলে জানান। তবে জানিয়েছে রাজধানী নেইপিদোতে বৈঠকটি ছিলো একটি সামাজিক সমাবেশ। এখানে রাজনৈতিক কোনো বিষয় আলোচনা করা হয়নি।

প্রসঙ্গত, আসিয়ানের বিশেষ সম্মেলনে অংশ নিতে গত সপ্তাহে অস্ট্রেলিয়া সফর করেন অং সান সু চি। অস্ট্রেলিয়ায় তার সফরকালে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে তাকে বিক্ষোভের মুখেও পড়তে হয়। এমনকি তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে তার বিরুদ্ধে মামলার আবেদনও করেন অস্ট্রেলিয়ার পাঁচজন খ্যাতনামা আইনজীবী। সেসময় সিডনিতে সু চির প্রকাশ্য বক্তৃতা দেয়া কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি সেটা বাদিল করেন। সূত্র: ইরাবতী

প্রকাশ :মার্চ ২৭, ২০১৮ ১২:৫৮ অপরাহ্ণ