১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৯

অ্যালোভেরার স্বাস্থ্যগুণ

স্বাস্থ্য ডেস্ক:

সাধারণত ত্বকের জন্য অ্যালোভেরার উপকারিতার কথা আমরা সবাই জানি। স্বাস্থ্যের পক্ষেও অ্যালোভেরা খুবই উপকারী সেটা হয়তো সবাই জানি না। চলুন জেনে নেওয়া যাক অ্যালোভেরার স্বাস্থ্যগুণ সম্পর্কে-

ওজন কমাতে সাহায্য করে অ্যালোভেরা। এতে অ্যালোইন নামে প্রোটিন আছে। অ্যালোইন সরাসরি ফ্যাট কমায় না। কিন্তু দেহে জমে থাকা টক্সিন দূর করতে সাহায্য করে। তবে খুব অল্প পরিমাণ অ্যালোভেরার রস খাওয়া উচিত। কারণ অ্যালোইন বেশি মাত্রায় দেহে ঢুকলে ডায়রিয়া, পেটে যন্ত্রণা হয়ে থাকে। দিনের যে কোনো সময় খেতে পারেন। তবে পরিমাণটা যেন কম হয়। ৫০ মিলিলিটার অ্যালোভেরা রস এক গ্লাস পানিতে মেশান।

সতর্কতা: গর্ভবতী নারীরা এবং সদ্য মা-দের জন্য ক্ষতিকর হতে পারে এই রস। কারণ অ্যালোভেরা ইউটেরাসের সংকোচন ঘটায়। গ্যাস্ট্রোইনটেস্টিনাল সমস্যা তৈরি করে। ওজন কমানো ছাড়াও হজমে সাহায্য করে অ্যালোভেরা রস। পাকস্থলীর ক্ষত নিরাময় করে। হৃৎপিণ্ডের স্বাস্থ্য বজায় রাখে। ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে।

দৈনিকদেশজনতা / আই সি

প্রকাশ :মার্চ ২৭, ২০১৮ ১১:২২ পূর্বাহ্ণ