১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:০০

অর্থহানি হবে সিংহের , বৃষের স্বাস্থ্য ভালো যাবে না

মেষ রাশি:(২১ মার্চ-২০এপ্রিল) শিল্পীদের অনুষ্ঠানের জন্য দূরে কোথাও বেড়াতে যাওয়ার যোগ প্রবল। আপনার সৃজনশীলতাই আপনার শত্রু হয়ে দাঁড়াবে। নিজের দায়িত্বে কোনো কাজ করতে গিয়ে অন্যের রোষানলে পড়তে পারেন। শিক্ষা সংক্রান্ত বিষয়ে বিদেশ যাত্রার যোগ রয়েছে। প্রেমিক-প্রেমিকাদের মধ্যে কোনো কারণে তর্ক বিতর্ক হতে পারে।

বৃষ রাশি: (২১ এপ্রিল-২০মে) যানবাহনে যান্ত্রিক ত্রুটির সম্মুখিন হবেন। প্রত্যাশা পুরণে বাঁধা বিপত্তি দেখা দেবে। মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না। মায়ের বাতের ব্যথা বৃদ্ধি পাবে। পারিবারিক পরিবেশ কোন আত্মীয়র কারণে কিছুটা অস্থির হয়ে উঠবে। জমি ভূমি ও আবাসন সংক্রান্ত আলোচনা ফলপ্রসূ হবে না।

মিথুন রাশি: (২১ মে-২০ জুন) দূর থেকে কোনো আশানুরুপ সংবাদ পেতে পারেন। সাংবাদিক ও প্রকাশকদের সময় অনুকুল থাকবে। ঝুঁকি নিয়ে কোনো কাজে অংশ নিতে পারেন। গার্মেন্টস ব্যবসায়ী ও পোশাক শ্রমিকদের দিনটি ঝামেলা পূর্ণ। কোনো বায়ারের পরিদর্শন প্রতিবেদন অনুকূলে আসবে না। ব্যয় বৃদ্ধি পাবে।

কর্কট রাশি: (২১ জুন-২০ জুলাই) আর্থিক অনিশ্চয়তায় থাকবেন। কাঙ্খিত অর্থ হাতে না আসার জন্য কিছুটা উদ্বিগ্ন থাকবেন। খাদ্য ও বেকারি বাণিজ্যে কিছু অসুবিধা দেখা দেবে। আজ কারো সাথে উত্তপ্ত বাক্য বিনিময়ের যোগ প্রবল। কথাবর্তায় সংযমি না হলে আজ বিপদে পড়তে পারেন।

সিংহ রাশি: (২১জুলাই-২১ আগস্ট): দিনটি কিছুটা ঝামেলাপূর্ণ। মানসিক অস্থিরতায় ভুগবেন। আর্থিক অবস্থা ভালো যাবে না। চাকরিজীবীরা কোনো প্রকার ঝামেলায় জড়িয়ে যেতে পারেন। পারিবারিক কোনো বিষয় নিয়ে খুবই উত্তেজিত হতে পারেন। জীবন সাথীর সাথে কোনো কারণে তর্ক হতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো লোকসান বা অর্থহানি হতে পারে।

কন্যা রাশি: (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর) ট্রাভেল এজেন্ট ও ট্যুর অপারেটরদের ব্যবসায় খরা দেখা দেবে। আজ বৈদেশিক বাণিজ্যে কিছু ব্যস্ততা বৃদ্ধি পাবে। সিএন্ডএফ এজেন্টদের কাজে ব্যস্ততা বৃদ্ধি পাবে। বকেয়া টাকা আদায়ের চেষ্টায় সফলতা নেই বল্লেই চলে। আজ ভ্রমণে থাকার সম্ভাবনা প্রবল। কোনো গুরুত্বপূর্ণ কাজে কোথাও ভ্রমণে যেতে পারেন।

তুলা রাশি: (২৩ সেপ্টেম্বর- ২১অক্টোবর) ঠিকাদারী কাজে কোনো ঝামেলার শিকার হতে পারেন। কোনো বন্ধুর সাথে বিবাদে জড়িয়ে পড়তে চলেছেন। বাড়িতে সম্পত্তি অথবা পিতা-মাতার দায় দায়িত্ব নিয়ে বড় ভাইদের সাথে কোনো প্রকার মনোমালিন্য হতে চলেছে। বিদেশ থেকে কিছু রেমিটেন্স আশা করা যায়। বৈদেশিক প্রতিষ্ঠানের কোনো কাজে সাফল্য পাবেন।

বৃশ্চিক রাশি: (২২ অক্টোবর-২০ নভেম্বর): আজ রাজনৈতিক নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। কোনো প্রভাবশালী নেতার দ্বারা প্রতারিত হতে পারেন। নতুন কোনো কমিটিতে আপনাকে পদ বঞ্চিত করা হতে পারে। পিতার শরীর স্বাস্থ্য ভালো যাবে না। প্রবাসী পিতার দেশে আগমনের যোগ প্রবল। বেসরকারি কোনো চাকরিতে ইন্টারভিউ দিলে ভালো করতে পারবেন।

ধনু রাশি: (২১ নভেম্বর-২০ ডিসেম্বর): ভাগ্য বিড়ম্বনার শিকার হবেন। প্রত্যাশানুসারে উচ্চ শিক্ষায় সাফল্য আসবে না। বিদেশে উচ্চ শিক্ষার জন্য দেওয়া কোনো পরীক্ষায় ভালো করতে পারবেন। প্রবাসে কোনো প্রকার আইনগত জটিলতা দেখা দিতে পারে। বিদেশ যাত্রায় বাঁধা বিপত্তি।

মকর রাশি: (২১ ডিসেম্বর-২০ জানুয়ারি): আজ পাওনাদারের তাগাদায় অস্থির থাকবেন। বকেয়া টাকা আদায়ের জন্য খুবই সমস্যার মধ্যে পরতে হবে। পুলিশ প্রশাসনের কারো সাহায্য লাগতে পারে। আজ চিকিৎসকদের দিনটি ভালো যাবে না। কোনো প্রকার দুর্ঘটনার সম্মুখিন হতে পারেন। অবৈধ ঔষধ বিক্রেতাদের আজ জেল জরিমানার সম্মুখিন হবার আশঙ্কা দেখা যায়।

কুম্ভ রাশি: (২১ জানুয়ারী -১৮ ফেব্রুয়ারি) নব দম্পতিদের দিনটি ভালো যাবে না। জীবন সাথীর উগ্র আচরণে কিছুটা হতাশ হতে পারেন। যৌথ বা অংশিদারী ব্যবসায় কোনো ঝামেলা দেখা দেবে। কোনো আত্মীয়র বাড়ি বেড়াতে গিয়ে কোনো অনভিপ্রেত পরিস্থিতির সম্মুখিন হতে পারেন।

মীন রাশি: (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) কর্মস্থলে কোনো প্রকার ঝামেলার শিকার হতে পারেন। আপনার কোনো সহকর্মী আপনার ইমেজ খারাপ করার জন্য আপনার সাথে তর্কে জড়িয়ে যেতে পারে। পায়ে বা কোমড়ে কোথাও আঘাত পেতে চলেছেন। কাজের লোক বা অধিনস্ত কর্মচারীদের গতিবিধি ভালো হবে না।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ২৬, ২০১৮ ১০:০১ অপরাহ্ণ