নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়ায় ১০ হাজার পিস ইয়াবাসহ ধরা পড়েছেন এক পুলিশের কনস্টেবল। এ সময় আরও একজনকে গ্রেফতার করা হয়। রবিবার রাত ১১টার দিকে উখিয়া সদরের হাজী জসিম মার্কেটের দোতলায় ইমন ভিডিও অ্যান্ড পুষ্প বিতান থেকে তাদের গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। প্রথমে বিষয়টি গোপন রাখা হয়। রোববার গোপনে তাদের কারাগারে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন- চট্টগ্রামের মীরসরাইয়ের মধ্যম মায়ানী গ্রামের বীরেন্দ্র বড়ুয়ার ছেলে ও উখিয়া থানা পুলিশের কনস্টেবল সৌরভ বড়ুয়া এবং উখিয়ার পিনজির কুল গ্রামের হাজী শাহাজাহানের ছেলে মালিক মো. ইমন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ইমন ভিডিও অ্যান্ড পুষ্প বিতানে অভিযান চালিয়ে সৌরভ ও ইমনকে গ্রেফতার করা হয়। এ সময় সৌরভের হাতে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশি করে পাঁচটি নীল প্যাকেটে মোড়ানো ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজারের সহকারী পরিচালক সোমেন মন্ডল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক শামীম আহমেদ। ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার দুইজনের মধ্যে একজন উখিয়ায় থানায় কর্মরত কনস্টেবল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে উখিয়ায় থানায় সোপর্দ করা হয়েছে।
উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ইয়াবাসহ সৌরভ ও ইমন নামে দুইজনকে গ্রেফতার করে থানায় দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তবে সৌরভ পুলিশের কেউ নয়। এই নামে আমার থানায় কেউ কর্মরত নেই। তবে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
দৈনিক দেশজনতা/এন এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

