নিজস্ব প্রতিবেদক:
নতুন পাঁচ স্বৈরতান্ত্রিক দেশের তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করায় জার্মান সংস্থার কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।
সোমবার টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই এলাকার মমিননগরে অবস্থিত ১০ শয্যা বিশিষ্ট্য ফিরদাউস নাসির ট্রাস্ট চ্যারিটেবল হেলথ কমপ্লেক্স পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা হলে।
প্রসঙ্গত, সম্প্রতি জার্মান গবেষণা প্রতিষ্ঠান ‘বেরটেলসম্যান স্টিফটুং’ এক প্রতিবেদনে বলেছে, বাংলাদেশ এখন স্বৈরশাসনের অধীন এবং এখানে গণতন্ত্রের ন্যূনতম মানদণ্ড পর্যন্ত মানা হচ্ছে না। এই ক্যাটাগরির নতুন পাঁচটি দেশের মধ্যে একটি বাংলাদেশ।
রোহিঙ্গা প্রত্যাবসান নিয়ে এক প্রশ্নের জবাবে গওহর রিজভী বলেছেন, কারা ওদের নাগরিক, কিভাবে নাগরিক হবে না হবে এটা মিয়ানমারের ব্যাপার। আমাদের মনে রাখতে হবে- যে ১০ লাখ রোহিঙ্গা এখানে এসেছে, ওদের দায়িত্ব বাংলাদেশের নয় মিয়ানমারের।
তিনি বলেন, সারা বিশ্বে জনমত তৈরি করে মিয়ানমারের উপর চাপ সৃষ্টি করে ওদের ফিরিয়ে দেব। এ ব্যাপারে কোনো চিন্তা নেই।
প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, কফি আনানের একটি রিপোর্টে পরিষ্কার করে বলা আছে- মিয়ানমারে ওদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জাতিসংঘ, রেড ক্রিসেন্ট সোসাইটি, আইওএমসহ কিছু আন্তর্জাতিক সংস্থা মিয়ানমারে নিরাপত্তার বিষয়ে সন্তোষ প্রকাশ করলেই ওরা সেখানে ফিরে যাবে।
অনুষ্ঠানে মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর হোসেন, মির্জাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আফসার উদ্দিন খান, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মিজানুল হক, ট্রাস্টের ব্যবস্থাপক এজাজ সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক দেশজনতা/এন এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

