আশিকুর রহমান বাঞ্ছারামপুর প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আজ সকাল ১০ টা সময়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান দেখার জন্য রিক্সায় করে ফজর আলীর মেয়ে আদিবাকে নিয়ে পৌর এলাকার বাশগাড়ি গ্রামের হক মিয়ার মেয়ে খাদিজা বেগম।সে ৮ম শ্রেনীতে ছা ত্রী খাদিজা বেগম। নামে ছাত্রী অনুষ্ঠানস্থল আসার পথে ইট বোঝাই পাওয়ার ট্রিলারের চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারায়।
রিক্সা চালক মোতালেব জানায় ইট বোঝাই পাওয়ার ট্রিলারটি আমার গাড়িকে ধাক্কা দিলে ছিটকে পড়ে যায় যাত্রী খাদিজা।তার কোলে ছিলো ছোট শিশু।খাদিজার ভাইয়ের মেয়ে।
খাদিজা ভাইয়ের মেয়েকে কোল থেকে ছিটকে দূরে ঠেলে দিলে সে নিজেই গাড়ির নীচে চাপা পড়ে।তার মাথায় সজোরে আঘাত করলে রক্তে ভেসে যায় রাস্তা।পথচারীরা দ্রুত বাঞ্ছারামপুর সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক ছাত্রীটিকে মৃত বলে ঘোষনা করেন।
অন্যদিকে,বড় ভাইয়ের মেয়ে আদিবাকে, খাদিজা প্রাণে বাচালেও তার গালে বেশ বড় রকমের আঘাত লেগেছে বলে জানা গেছে। বাঞ্ছারামপুর হাসপাতালের চিকিৎসক এম্বুলেন্সে করে ঢাকায় পাঠায়।মেধাবী ছাত্রী খাদিজার অকাল মৃত্যূতে এলাকাসহ তার স্কুলে শোকের ছায়া নেমে এসেছে।সকলেই এই গাড়ি বন্ধের দাবী জানান।অবশেষে ২ লহ্ম টাকায় এর সমাপ্তি হল।
দৈনিক দেশজনতা/এন এইচ