স্পোর্টস ডেস্ক:
দীর্ঘ প্রায় দেড় বছর পর আন্তর্জাতিক ফুটবল খেলতে নামছে বাংলাদেশ। মঙ্গলবার লাওসের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে লাল-সবুজ জার্সিধারীরা। লাওসের রাজধানী ভিয়েনতিয়েনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৫টায়। ২০১৬ সালের ১০ অক্টোবর থিম্পুতে ভুটানের কাছে হারের পর এটিই হবে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচ।
আন্তর্জাতিক ফুটবলে লাওসের বিরুদ্ধে এর আগে একবার খেলেছে বাংলাদেশ। তাও ঠিক ১৫ বছর আগে। দিনটি ছিল ২০০৩ সালের ২৭ মার্চ। হংকংয়ে অনুষ্ঠিত এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের সে ম্যাচটি জিতেছিল লাওস ২-১ গোলে।
ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে লাওস। বাংলাদেশ ১৯৭ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি ১৮৩। দীর্ঘদিন পর খেলতে যাওয়া এ ম্যাচটির দিকে তাকিয়ে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। ১৮ মাস আগে ভুটানের কাছে লজ্জার হারের পর প্রথম খেলতে নেমে লাল-সবুজ জার্সিধারীরা কী করে সেটাই এখন দেখার।
দৈনিক দেশজনতা/এন এইচ