১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৭

বিনা কর্তনে ‘জান্নাত

বিনোদন ডেস্ক:

মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে। সম্প্রতি সিনেমাটি সেন্সর বোর্ডে জমা পড়ে। সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, রোববার সিনেমাটি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র লাভ করেছে।

ইতোমধ্যে প্রকাশ হয়েছে ‘জান্নাত’-এর দুটি পোস্টার। শিগগিরই জানানো হবে মুক্তির দিনক্ষণ। এরপর শুরু হবে বাকি প্রচারণা। ‘জান্নাত’ এর নাম ভূমিকায় আছেন মাহি। তার বিপরীতে অভিনয় করেছেন সাইমন সাদিক। মানিকগঞ্জ ও বিএফডিসিসহ দেশের বেশ কিছু লোকেশনে ‘জান্নাত’-এর দৃশ্যায়ন হয়েছে।

সিনেমাটির কাহিনী লিখেছেন সুদীপ্ত সাঈদ খান, সংলাপ লিখেছেন আসাদ জামান ও চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই। ছবিতে মাজারের খাদেমের মেয়ের ভূমিকায় আছেন মাহি। পোশাক-পরিচ্ছদ, চলাফেরায় তেমনভাবেই পরিবর্তন এনেছেন তিনি। অন্যদিকে খাদেমের নতুন মুরিদের চরিত্রে অভিনয় করেছেন সাইমন। সাইমন ও মাহি প্রথম অভিনয় করেন ‘পোড়ামন’ ছবিতে। ২০১৩ সালের ১৪ জুন মুক্তি পাওয়া ছবিটি দারুণ ব্যবসা করে। পরিচালনা করেন জাকির হোসেন রাজু। ‘জান্নাত’-এর মাধ্যমে ৫ বছর পর এ জুটির পর্দায় কামব্যাক নিয়ে উত্তেজনায় আছেন ভক্তরা।

এদিকে, মানিকের পরিচালনায় ইতোমধ্যে আরো একটি সিনেমার শুটিং অনেকটা এগিয়ে নিয়েছেন সাইমন ও মাহি। সিনেমাটির নাম ‘আনন্দ অশ্রু’।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ২৬, ২০১৮ ১:২৭ অপরাহ্ণ