১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৩

ঝুলে গেছে স্মিথ-ওয়ার্নারের আইপিএল

স্পোর্টস ডেস্ক:

বল টেম্পারিং কাণ্ড থেকে সহজেই মুক্তি মিলছে না অজি অধিনায়ক স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারের। এ ঘটনায় এরই মধ্যে এক ম্যাচ নিষিদ্ধসহ ম্যাচ ফির ১০০ ভাগ জরিমানা দিতে হয়েছে স্মিথকে। আর ক্যামেরন ব্যানক্রফটকে ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সাথে জুটেছে তিনটি ডিরেমিট পয়েন্ট। ওয়ার্নারের শাস্তি না হলেও তদন্তের মুখে পড়তে হচ্ছে তাকেও। ক্রিকেট অস্ট্রেলিয়া এরই মধ্যে ঘোষণা দিয়েছে নিজস্ব তদন্তের। সেখানে অভিযোগ প্রমাণিত হলে আজীবন নিষিদ্ধ হতে পারেন অজি অধিনায়ক ও সহঅধিনায়ক। তবে এখানেই শেষ নয়। এ ঘটনায় ঝুলে গেছে তাদের আইপিএল ভাগ্যও।

এপ্রিলের ৭ তারিখ থেকে শুরু হচ্ছে ক্রিকেটের সবচেয়ে জৌলুশ পূর্ণ ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টুয়েন্টি আসর আইপিএল। স্মিথ ও ওয়ার্নার আইপিএল-র দুইটি দলের অধিনায়কত্ব করছেন। স্মিথ রাজস্থান রয়্যালসের অধিনায়ক ও ওয়ার্নার সানরাইজার্স হয়াদ্রাবাদের অধিনায়ক।

স্মিথ ও ওয়ার্নারের ব্যাপারে আইসিসি’র সিদ্ধান্তের অপেক্ষা করছেন জানিয়ে আইপিএল-এর চেয়ারম্যান রাজিব শুক্লা বলেছেন, ‘খেলা ৭ এপ্রিল থেকে শুরু হবে এবং আমরা তার আগেই, আগামী দুই একদিনের মধ্যে সিদ্ধান্ত নেব। এই মুহূর্তে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া ঠিক হবে না। এটা আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ বিষয়। কোন পদক্ষেপ নেয়ার আগে আমরা আইসিসি ও ক্রিকেট অস্ট্রেলিয়ার সিদ্ধান্তের অপেক্ষায় করবো।’

দুই বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে এ বছরই আইপিএল-এ ফিরেছে রাজস্থান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাজস্থান রয়্যালসের প্রধান নির্বাহী রনজিত বারঠাকুর জানিয়েছেন স্মিথের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য তারা বিসিসিআইর নির্দেশনার অপেক্ষা করছেন, “চলমান অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সিরিজে বল টেম্পারিং বিতর্কের বিষয়ে আমরা সচেতন আছি এবং বিসিসিআইর পরবর্তী নির্দেশনার অপেক্ষায় আছি। ক্রিকেট বিরোধী কোন অন্যায্য আচরণকে রাজস্থান রয়্যালস সহ্য করবে না। আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি দলের সবার ক্ষেত্রে সমান।” সান রাইজার্স হায়দ্রাবাদ থেকে অফিসিয়াল কোন বক্তব্য না আসলেও তারাও একই রকম চিন্তা করছে বলে জানিয়েছে এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ২৬, ২০১৮ ১২:০০ অপরাহ্ণ